নিজস্ব প্রতিবেদকঃ “বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসের কর্মসূচী পালন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচী শুরু হয়। পরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে প্রধান শিক্ষক মোহাম্মদ আকরাম হোসেন জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনী ও কর্মকান্ডের উপর আলোচনা করেন।
শিশু দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হোসাইন আহম্মেদ। পশ্চিম কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি পালিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষার্থীকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের বিশেষ সহকারী বিশিষ্ট সমাজসেবক মোঃ খোরশেদ আলম ভূঁইয়ার সৌজন্যে পুরস্কৃত করা হয়।শিশু দিবসের আলোচনা সভায় স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে জাতির পিতার রুহের মাগফিরাত ও দেশের মানুষের সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
পশ্চিম কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির পিতার জন্মদিন পালন
Please follow and like us:
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন