মার্চ ১৯, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

এমপি আউয়ালসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

জগন্নাথ দাস :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি সংসদীয় আসনের ৪৬ জন প্রার্থীর মধ্যে রামগঞ্জের এমপি লায়ন এম এ আউয়ালসহ ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রবিবার (০২ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেন।
সি আই বি রিপোর্ট অনুযায়ী ঋণ খেলাপীর কারণে মনোনয়নপত্র বাতিল করা হয় লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের বর্তমান এমপি লায়ন এম আউয়াল (জাকের পার্টি), একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়া মো.মাহবুব আলমের। এছাড়া তথ্যে অমিল থাকায় লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থী খালেদ সাইফুল্লাহ (ইসলামী আন্দোলন), ভোটার তালিকা অনুযায়ী ওয়ান পার্সেন্ট লোকের স্বাক্ষরে গড়মিল থাকায় একই আসনের আব্দুল মতিন (স্বতন্ত্র), লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের জেলা জামায়াতের আমীর রুহুল আমিন ভূঁইয়া (স্বতন্ত্র) এবং জেলা বিএনপি’র সদস্য আবুল ফয়েজ ভূঁইয়া (স্বতন্ত্র) এর মনোনয়নপত্র বাতিল করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন কর্মকর্তা সাদেকুল ইসলাম, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author