এপ্রিল ২৭, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

ব্যাপক উন্নয়নের ইচ্ছা থাকলেও পারেনি : মোহাম্মদ নোমান

নিউজ ডেস্ক :
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের উপদেষ্টা ও জেলা জাতীয় পার্টির সভাপতি এবং লক্ষ্মীপুর-২ রায়পুর আসেন সংসদ সদস্য মোহাম্মদ নোমান বলেছেন, ‘এমপি নির্বাচিত হয়ে দল মতের উর্ধ্বে থেকে কাজ করেছি। নির্বাচিত এলাকার উন্নয়নে অন্য আসনের তুলনায় তিন গুন কাজ করেছি। বিশাল এলাকা নিয়ে এ সংসদীয় আসন। বরাদ্ধ অন্য আসনের সমান ছিল। তবুও রাস্তা ঘাট, মসজিদ, মন্দির, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রে উন্নয়ন করেছি। নদী বন্দর স্থাপন করা ও নদী ভাঙ্গন রোধে নিরলস কাজ করেছি। ভাঙ্গণ রোধে ৫০ কোটি টাকার বরাদ্ধ অনুমোদন করা হয়েছে। দ্রুত বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে। সীমাবদ্ধতা ছিল, তাই হয়তো উন্নয়নে অনেকের মনের আশা পূরণ হয়নি। আগামীতে অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চাই। দীর্ঘদিন জাতীয় পার্টি এ জেলায় অবহেলিত ছিল। নেতাকর্মীরাও অনেকটা হতাশায় ছিল। এখন জাতীয় পার্টি এখানে অনেক শক্তিশালী হয়ে উঠেছে।’
লক্ষ্মীপুর নিউজের সাথে একান্ত সাক্ষাতকারে তিনি আরো বলেন, এ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ন এখানে সম্ভাবনা রয়েছে অনেক। এগুলোকে কাজে লাগাতে চাই। আসন্ন নির্বাচনকে সামনে রেখে কেউ কেউ টাকার খেলায় মেতে উঠেছেন। আমার টাকা নেই, তবে মানুষের অফুরন্ত ভালোবাসা রয়েছে। রাজনীতিকে ব্যবসা হিসেবে দেখছেন কেউ কেউ। ব্যবসা নয় মানুষের অধিকার আদায় ও জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করার চেষ্টা করছি বলে মন্তব্য করেন জাতীয় পার্টির এ নেতা।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author