লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরসহ সারাদেশে শহর থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে দলমত নির্বিশেষে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অব্যাহত রয়েছে। আওয়ামীলীগ সরকার সবসময় মানুষের কল্যাণে কাজ করে। মূলত আওয়ামী লীগ হল অসহায় মানুষের একমাত্র ভরসা’।
শনিবার (৯ মে) দুপুরে সদর উপজেলার মজুচৌধুরীর হাট লঞ্চঘাটে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান এসব কথা বলেন।
এসময় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অসহায়দের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। শাহজাহান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আলমগীর হোসেন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ, জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট রাসেল মাহমুদ মান্না ও নজরুল ইসলাম ভুলু, যুবলীগ নেতা মনির হোসেন সজিব প্রমুখ।
জেলা পরিষদ সূত্র জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশে ৭৫ লাখ টাকা ব্যয়ে জেলা পরিষদ ১০ হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেয়। ইতিমধ্যে জেলা সদর, রায়পুর, রামগতি ও কমলনগরের সাড়ে ৮ হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। করোনাভাইরাসের প্রদুর্ভাবের কথা বিবেচনা করে এ কার্যক্রম অব্যাহত রাখার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে।
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন