নিজস্ব প্রতিবেদকঃ ঠাণ্ডা বাতাসের দাপট আর শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিন্ম আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়িয়েছেন
মান্দারী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এক মোঃ ফারুক হোসেন প্রতি বছরের ন্যায় গত রবিবার দিনব্যাপী শীতার্তদের মাঝে নিজ হাতে কম্বল বিতরণ করেন
১৪ নং মান্দারী ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও মান্দার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন নিজের অর্থায়নে ৭নং ওয়ার্ডের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
তিনি মান্দারী ইউনিয়ন ৭নং ওয়ার্ডের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ১ মোঃ ফারুক হোসেন।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষদের লক্ষ করে বলেন, আমি এই এলাকার সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমি পাশে এসে দাঁড়িয়েছি , এবং ভবিষ্যতে আমার এই দান অনুদান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় আপনাদের পাশে দাঁড়াতে পারি ও আমার ওয়ার্ড সহ ইউনিয়নবাসীর সেবা করতে পারি।
More Stories
প্রধান শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার সংবর্ধনা, ইফতার মাহফিল ও কমিটি পূর্নগঠন
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ