এপ্রিল ২৭, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদকঃ বাহারি সাজে সাজিয়ে বসেছেন শিক্ষার্থীরা। নানান পিঠাপুলি সাথে পরিচয় করিয়ে দিতে ব্যতিক্রমী আয়োজন করেন আজ শনিবার ঐতিহ্যবাহী মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের  শিক্ষার্থীরা । পৃথক পৃথক স্টলে নানা রকম পিঠাপুলি সাজিয়ে বসেছেন শিক্ষার্থীরা। এর মধ্যে কতিপয় পিঠা একেবারেই নতুন আবার কিছু অতিপরিচিত।

প্রতিটা পিঠার ওপরে লেখা আছে পরিচিতি নাম ও মূল্য। এসব পিঠার নামও বেশ বাহারি।
শিশুরা বাবা-মায়ের হাত ধরে ঘুরে দেখছেন স্টল। জানছেন নতুন নতুন পিঠা সম্পর্কে। এ সময় পুরো স্কুল মাঠ রূপ নিয়েছে অন্যরমক আনন্দের মিলনমেলায়।

পিঠা উৎসবে ২৫ টি পৃথক স্টলের মধ্যে ছিল শীতের পিঠার নতুন গন্তব্য, পিঠাপুলির রসরন্জন,পিঠা উৎসব পৌষালী পিঠা, পিঠা ঘর, মুখোরতি বাহারি পিঠা, হিলিয়াম পিঠা ঘর,আয় সখী পিঠা ঘরে যাই,হিম হাওয়া পিঠা আলাপ,সহ আরো অনেক।

প্রায় ২ শতাধিক বাহারি রকম পিঠাপুলি ভাপাপুলি, দুধপুলি, চিতাই,কানমুচরি আওলা কেশরি, পুলি, ঝিনুক, পাটিসাপটা, জামাই সোহাগী, গোলাপ,ফুল পিঠা পায়েস, পুডিং, তেল পিঠা, দুধ চিতই, ফুল পিঠা, ক্ষির, মুঠা পিঠা, রস গোলাপ ও কেকসহ শতাধিক পিঠাপুলি। জানা-অজানা পিঠার সম্পর্কে জানতে পেরে এবং স্বাদ গ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি গ্রামীন সংস্কৃতি চর্চা করতে এ উৎসবের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের সমৃদ্ধি করতে আমরা এমন আয়োজন করে আসছি।

উৎসব শেষে আয়োজকদের পক্ষ থেকে পুরষ্কার পেয়ে খুশি পিঠা উৎসবে অংশগ্রহনকারী পিঠা স্টলের শিক্ষার্থীরা। এমন আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে প্রত্যাশা রাখেন শিক্ষার্থীরা।

পিঠা উৎসব অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মিজানুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য এডভোকেট মাহবুবুল করিম টিপু মান্দারী ইউনিয়ানের প্যানেল চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন, সহ অন্যান্য সদস্য বৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ অভিভাবক বৃন্দ, এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পিঠা উৎসবে উপস্থিত ছিলেন।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author