নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্টের পুরস্কার বিতরণ গত বৃহস্পতিবার বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে। জেলা পর্যায়ের ফাইনাল শেষে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা দুটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের সংসদ সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানেস্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল লতিফ মজুমদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট,জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফিরোজ আলম, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামসুদ্দিন বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো,সদর উপজেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ মোস্তফা কাজল, উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আগত সহকারী উপজেলা শিক্ষা অফিসার বৃন্দ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় বঙ্গবন্ধু দলে পশ্চিম কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন অর্জন করে চর আবাবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়।
বঙ্গমাতা দলের ২/০ চ্যাম্পিয়ন অর্জন করে আব্দুল গোফরান সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর, সিকদারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় রায়পুর রানার্সআপ অর্জন করে। খেলায় প্রাণ জুড়ানো উপস্থাপনায় ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ শাহাদাত হোসেন, শিক্ষক নেতা মোশারফ হোসেন চৌধুরী রায়পুরশ্রেষ্ঠ কাব শিক্ষক মোবারক হোসেন রোমান। সদর শ্রেষ্ঠ কাব শিক্ষক ইসমত আরা সাথী।
খেলায় প্রধান অতিথি খেলোয়রদের উদ্দেশ্যে করে বলেন আজকে যারা রানার্সআপ হয়েছ আগামীতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে হবে। স্কুলে ভালোভাবে লেখাপড়া করা সহ অবসর সময় খেলাধুলার প্রতি মনোনিবেশ করতে হবে।
More Stories
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
পশ্চিম কল্যাণপুর সপ্রাবি ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুষ্কার বিতরণ