নিউজ ডেস্ক :
লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান লক্ষ্মীপুর নিউজ পত্রিকার সাথে একান্ত সাক্ষাতকারে বলেন, ‘শহরের উত্তর তেমুহনী ট্রাফিক চত্তরে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হবে। যা নির্মাণের জন্য ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে নির্মাণ কাজ শুরু হবে। এছাড়া আগামী দিনে উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, জেলা পরিষদের সদস্য, ইউপি চেয়ারম্যানসহ সকল জনপ্রতিনিধিদের সহযোগিতায় তৃণমূল নেতাকর্মীদের অংশগ্রহণের ভিত্তিতে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
এসব প্রকল্পের মাধ্যমে অত্র জেলাধীন মসজিদ, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট, পুল-কালভার্ট ও শহীদ মিনার নির্মাণসহ সমাজের উন্নয়নমূলক কর্মকা- সম্পাদন করা হবে। আগামী সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে আওয়ামীলীগকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি। দেশের উন্নয়নে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে দল-মত নির্বিশেষে জেলার ৪টি আসনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান জেলা পরিষদের চেয়ারম্যান।’
বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনসহ জেলার উন্নয়নে ভূমিকা থাকবে : মোহাম্মদ শাহজাহান
Please follow and like us:
More Stories
৮০ তম জম্মদিনে ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন এম আলাউদ্দিন
লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে অপহরণ করে হত্যার চেষ্টা, আটক-১
এমপি আউয়ালসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল