আসন্ন সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-(৪) রামগতি ও কমলনগর আসন থেকে সম্ভাব্য এমপি প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আব্দুর জাহের সাজু বলেছেন, রামগতি ও কমলনগরের অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করার সুযোগ চাই। বিভিন্ন উপজেলা থেকে এই উপজেলা ২টি অনেক পিছিয়ে রয়েছে। যুগ যুগ ধরে মেঘনা নদীর ভাঙনে এখানকার মানুষ অসহায় হয়ে পড়েছে। এসব মানুষের পাশে দাঁড়াতে চাই। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করতে চাই। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ ও দেশরতœ শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে কাজ করতে বদ্ধপরিকর। এই লক্ষ্যে কাজ করছি। এখানকার মানুষ অত্যন্ত পরিশ্রমি। বেশিরভাগ মানুষই জেলে সম্প্রদায় ও কৃষি নির্ভর। এখানে অনেক সম্ভাবনা রয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে সয়াবিন উৎপাদন লক্ষ্য মাত্রা হারে বাড়ছে। কিন্তু কোন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেনি। এখানকার মেঘনা নদীর ইলিশ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। ইলিশ সংরক্ষণাগার গড়ে উঠেনি। বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়ায় মেঘনার তীর সংরক্ষণ বাঁধ এখন নতুন করে সম্ভাবনা দেখা দিয়েছে। এখানে হাজার হাজার পর্যটকদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে পর্যটন সম্ভানার। সরকারি-বেসরকারি উদ্যোগে পর্যটন কেন্দ্রসহ শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করা খুবই জরুরী। তাহলে এখানকার বেকার যুবকদের কর্মসংস্থান হবে। আগামী নির্বাচনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হয়ে এসব সুযোগে কাজ লাগাতে চাই।
রামগতি ও কমলনগরের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করার সুযোগ চাই : আব্দুর জাহের সাজু
Please follow and like us:
More Stories
৮০ তম জম্মদিনে ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন এম আলাউদ্দিন
লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে অপহরণ করে হত্যার চেষ্টা, আটক-১
এমপি আউয়ালসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল