এপ্রিল ২৭, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষনা আসছে যে কোন সময় : এম আলাউদ্দিন

নিউজ ডেস্ক:
জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রবীণ রাজনৈতিক নেতা বীর মুক্তিযোদ্ধা এম আলাউদ্দিন বলেছেন, চন্দ্রগঞ্জ উপজলা ঘোষনা আসছে যে কোন সময়ে। ২০৩.৮২ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত চন্দ্রগঞ্জে ৯টি ইউনিয়ন রয়েছে। এখানে বসবাস করছে প্রায় ২ লাখ ৬৪ হাজার ৪০৫ জন মানুষ। এসব ইউনিয়নে মোট বাজার রয়েছে ১৬ টি। ৩টি ফিলিং স্টেশন রয়েছে। এমন গুরুত্বপূর্ণ একটি এলাকাকে উপজেলা করার জন্য পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর সর্ব প্রথম আবেদন করা হয় ১৭ ডিসেম্বর ২০১৫ সালে। আবেদনে তিনি নিজে সাক্ষর করেন বলে জানান। একই সাথে চন্দ্রগঞ্জ কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমদ, বণিক সমিতির সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুছ, স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্ছু, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম সাক্ষর করেন।
পরবর্তীতে ১৯ জানুয়ারী ২০১৬ সালে মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি ডিও লেটার দেন। বর্তমানে যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দপ্তরে যাওয়ার প্রক্রিয়া রয়েছে। প্রধানমন্ত্রী যে কোন সময়ে চন্দ্রগঞ্জকে উপজেলা ঘোষনা করতে পারেন বলে জানান প্রবীন এ রাজনৈতিক নেতা।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author