নভেম্বর ২৩, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

লক্ষ্মীপুরে ইংরেজি শিক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ

নিউজ ডেস্ক :
মাধ্যমিক মাধ্যমিক ও নিম্ম মাধ্যামিক শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষার গুনগত মান নিশ্চিত করণের লক্ষে লক্ষ্মীপুরে ইংরেজি শিক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ জুলাই) দুপুরে কুমিল্লা বোর্ডের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের মুক্ত মঞ্চে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা বোর্ডে চেয়ারম্যান প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া। জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লা বোর্ডের পরিদর্শক আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ইকবাল হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা সরিৎ কুমার চাকমা।
এসময় বক্তারা বলেন, বর্তমানে মাধ্যমিক নিম্ম মাধ্যমিক শিক্ষার্থীরা ইংরেজি বিষয়ে সবচেয়ে দূর্বল। আর এ দূর্বলতা কাটানোর জন্য সহজ ও সাবলীল ভাষায় শিখাতে হবে। এছাড়া বিষয় ভিত্তিক ও বোর্ড থেকে প্রাপ্ত কারিকুলাম অনুযায়ী পাঠদান করার পাশপাশি শিক্ষকদের ইংরেজি কথা বলা চর্চারও পরামর্শ দেন বোর্ড চেয়ারম্যান।
এসময় জেলার সকল মাধ্যমিক ও নিম্ম মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ইংরেজি বিষয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author