নভেম্বর ২১, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

১৪ হাজার ৫০০ টাকায় বিক্রি হলো সাড়ে ৩ কেজি ইলিশ

নিউজ ডেস্ক :
লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদীতে ৩ কেজি ৬০০ গ্রাম ওজনের এক ইলিশ জেলেদের জালে ধরা পড়েছে। ধরা পড়া ওই ইলিশ ১৪ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।
রবিবার (২২ জুলাই) বিকেলে উপজেলার মাতাব্বরহাট মাছঘাটে বড় আকারের এ ইলিশ বিক্রি হয়। এর আগে দুপুরে ইব্রাহিম মাঝির নৌকার জেলেদের জালে ইলিশটি ধরা পড়ে।
ওই নৌকার জেলে ইসমাইল জানান, তারা চার জন জাল টেনে তোলার সময় তাদের ধারনা হয়েছে বড় পাঙ্গাস মাছ আটকা পড়েছে। মস্ত বড় ইলিশ দেখে ট্রলারে থাকা জেলেরা অবাক হন।
বিকেল ইলিশটি ঘাটে নিয়ে সফিক হাওলাদারের আড়তে রাখা হয়। এসময় মাছটি দেখতে আশপাশের লোকজন ভিড় জমায়। পরে ডাকের মাধ্যম্যে স্থানীয় মাছ ব্যবসায়ী নুর উদ্দিন ১৪ হাজার ৫০০ টাকায় মাছটি ক্রয় করেন। সন্ধ্যায় তিনি ভালো দামের আশায় বিক্রির জন্য ঢাকায় পাঠান।
স্থানীয় আড়াৎদার, মাঝি ও জেলেরা জানান এতো বড় ইলিশ অতীতে ধরা পড়েনি। তারা চোখেও দেখেননি। মাছঘাটের সভাপতি মফিজ মাতাব্বর বলেন, মৌসুমেও নদীতে ইলিশ নেই। জেলেরা খালি হাতে ফিরছেন। ওই ইলিশটি ঘাটে আসলে সবাই দেখে অবাক হন, মাছটি দেখতে সবাই ভিড় করে।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author