নিউজ ডেস্ক :
“সবুজে বাঁচি, সবুজে বাঁচাই, নগরÑপ্রাণÑ প্রকৃতি সাজাই” এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী কালেক্টরেট ভবন প্রাঙ্গণে ‘বৃক্ষ রোপন অভিযান, বৃক্ষ মেলা ও ফলদ বৃক্ষ রোপন পক্ষ-২০১৮” এর আয়োজন করা হয়েছে। স্থানীয় বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শনিবার (২১ জুলাই) সকালে এসব কর্মসুচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, সহকারি বন সংরক্ষক মো. মফিক উল্যা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. বেলাল হোসেন খান প্রমুখ। মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা নিয়ে প্রায় অর্ধশত স্টল বসে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। আগামী ২৮ জুলাই মেলা শেষ হবে।
লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু
Please follow and like us:
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন