নিউজ ডেস্ক:
‘পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার’ এ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে শোভাযাত্রা ও আলোচনাসভার মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। বুধবার (১১ জুলাই) সকালে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলার ৫ টি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও ৪ জন পরিবার পরিকল্পনা কর্মীকে পুরস্কার দেওয়া হয়।
সভায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাজাহান আলী ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী উপ-পরিচালক আবদুর রহিম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, স্বেচ্ছায় পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ নারীদের নিজেদের সুবিধামতো সন্তান জন্মদানের সুযোগ করে দেয়। এটি নারী ও নবজাতক উভয়েরই কল্যাণ বয়ে আনে। পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমেই দম্পতিদের অধিকার সুরক্ষিত হয়।
লক্ষ্মীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসের শোভাযাত্র

Please follow and like us:
More Stories
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
পশ্চিম কল্যাণপুর সপ্রাবি ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুষ্কার বিতরণ