নিউজ ডেস্ক : সৌদি আরবের জেদ্দা শহরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির মধ্যে মামা ভাগ্নেসহ লক্ষ্মীপুরের দুই যুবক নিহত হয়েছে। তাদের গ্রামের বাড়ী জেলার কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নে এখন চলছে শোকের মাতম।
নিহত মো. আরিফ কমলনগর উপজেলার চর লরেঞ্চ এলাকার মৃত বদর আলমের ছেলে। অপর নিহত একই এলাকার বাসিন্দা মো. হারুনের ছেলে ও তার (আরিফের) ভাগ্নে রুবেল ।
নিহতের স্বজনরা জানায়, গত দেড় বছর আগে আরিফ সৌদি আরবে যান। এর কয়েক মাস পর ভাগ্নে রুবেলও যান সৌদিতে। এর পর মামা ভাগ্নে সৌদি আরবের আল হোলাইফা শহরে একই স্থানে থেকে চাকরি করতেন। তাদের সাথে রুবেলের পিতা হারুনও একই বাসায় থাকতেন। গত বুধবার (৪ জুলাই) ভোরে জেদ্দা শহরের নিকটবর্তী কিং আব্দুল আজীজ সড়কে মাইক্রোবাস উল্টে ৬ জন নিহত ও ১১জন আহত হন। এর মধ্যে ঘটনাস্থলেই লক্ষ্মীপুরের যুবক আরিফ মারা যান। আহতদের মধ্যে তার ভাগ্নে রুবেলও ছিল। পরবর্তীতে সৌদির কিং ফাহাদ হাসপাতালে চিকিৎধীন অবস্থায় রুবেল মারা যায়।
নিহতদের মরদেহ দ্রুত ফিরে পেতে প্রধানমন্ত্রীসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্বজনরা।
সৌদিতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের মামা ভাগ্নে নিহত
Please follow and like us:
More Stories
লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু
বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহে র্যালি ও সভা
লক্ষ্মীপুরে স্কুল ছাত্রীর সন্ধান না পেয়ে উৎকন্ঠায় পরিবার