নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, কুমিল্লা জেলা শাখার উদ্যোগে কুমিল্লা জেলা শাখার আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ বিন গফুর মজুমদার এর সভাপতিত্বে এবং সদস্য সচিব গোলাম মোস্তফা ও সদর উপজেলার বিষ্ণপুর সপ্রাবির প্রধান শিক্ষক জাকিয়া সুলতানা এর সঞ্চালনায় কুমিল্লার কান্দিরপাড়ে অবস্থিত বিলাসবহুল দেশপ্রিয় কনভেনশন সেন্টারে (টপ টেন টাওয়ার) জাকজমকপূর্ণভাবে সংবর্ধনা সভা, দোয়া অনুষ্ঠান, ইফতার মাহফিল ও জেলা কমিটি পুর্নগঠনকল্পে কমিটি গঠিত হয়েছে। মহামান্য সুপ্রিমকোর্টের রিভিউ পিটিশন মামলার রায় অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ০৯.০৩.২০১৪ খ্রি. হতে দ্বিতীয় শ্রেণির গেজেটেড মর্যাদা ও দশম গ্রেড প্রাপ্ত হওয়ায় এ সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মামলার প্রধান বাদী প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি রিয়াজ পারভেজ, অর্থ সম্পাদক নুরে আলম সিদ্দিকী, কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (১) খাইরুল ইসলাম ও কুমিল্লা অঞ্চলের একমাত্র বাদী খালেদ বিন গফুর মজুমদার কে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। এছাড়া মামলায় বিশেষ অবদানের জন্য নির্বাহী সভাপতি রনজিত ভট্টাচার্য মনি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ছায়িদ উল্লা এবং কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আবেদ রাজু কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব রিয়াজ পারভেজ জুলাই বিপ্লবের মহান শহীদদের স্মরণ করে বলেন এ বিপ্লবের ফলে প্রধান শিক্ষকগণ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় আদালতের মাধ্যমে প্রধান শিক্ষকগণ তাঁদের মর্যাদা ফিরে পেয়েছেন, তিনি আরও উল্লেখ করেন যে, এ ঐতিহাসিক রায়ের মাধ্যমে প্রাথমিক শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। তিনি বলেন একসাথে সারাদেশে প্রায় ৬৬ হাজার গেজেটেড কর্মকর্তার পদ সৃষ্টি হয়ে গেল, ০৯.০৩.২০১৪ খ্রি. তারিখ থেকে গেজেটেড মর্যাদা ও দশম গ্রেডের রায় হওয়ায় তিনি আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ রায় তিনি দেশের সকল প্রধান শিক্ষকগণকে উৎসর্গ করেন। তাঁর বক্তব্যে তিনি প্রধান শিক্ষকগণকে প্রধান শিক্ষক সমিতির পতাকাতলে ঐক্যবদ্ধ থেকে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আহবান জানান।
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক রনজিত ভট্টাচার্য মনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (১) খাইরুল ইসলাম, অর্থ সম্পাদক নুরে আলম সিদ্দিকী, কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আবেদ, কেন্দ্রীয় সহ শিক্ষা সম্পাদক মোহাম্মদ জসীম উদ্দিন, চট্টগ্রাম মহানগর সিনিয়র সহ সভাপতি সুপন মল্লিক এবং কুমিল্লা জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কুমিল্লা জেলা শাখার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক প্রধান শিক্ষকগণের উপস্থিতিতে চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক রনজিত ভট্টাচার্য মনি কেন্দ্রীয় সভাপতির অনুমোদনক্রমে সর্বসম্মতিতে সবার প্রিয়ভাজন খালেদ বিন গফুর মজুমদার কে সভাপতি, গোলাম মোস্তফা কে সাধারণ সম্পাদক, ও সহিদ উল্যাহ্ কে সাংগঠনিক সম্পাদক করে কুমিল্লা জেলা শাখা পুনর্গঠন করেন। বিভাগীয় সমন্বয়ক আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অনুমোদন নেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।
পরিশেষে দোয়া ও ইফতার আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সভাপতি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।
প্রধান শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার সংবর্ধনা, ইফতার মাহফিল ও কমিটি পূর্নগঠন

Please follow and like us:
More Stories
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
পশ্চিম কল্যাণপুর সপ্রাবি ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুষ্কার বিতরণ