নভেম্বর ২১, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

বিভিন্ন গণমাধ্যমে হামলার ঘটনায়  প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে লক্ষ্মীপুরের সাংবাদিকরা

নিজস্ব প্রতিবেদকঃ  লক্ষ্মীপুর প্রেসক্লাব এর আয়োজনে  দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সসহ বিভিন্ন গণমাধ্যমে হামলার ঘটনায়  প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে সাংবাদিকরা। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিবাদ সভা ও প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলালের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সাংবাদিক গাজী গিয়াস উদ্দিন, এমজে আলম, সাইফুল ইসলাম স্বপন, কামাল উদ্দিন, আতাউর রহমান মনির, আনিস কবির, জহিরুল ইসলাম শিবলু ও পলাশ সাহা প্রমুখ।

বক্তারা বলেন, সরকার পরিবর্তন হলেই গণমাধ্যমে হামলা চালানো হয়। পূর্বেও যখন সরকার পরিবর্তন হয়েছে। তখনও কয়েকটি মিডিয়া প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এটি ন্যাক্কারজনক ঘটনা। গণমাধ্যমে হামলা করে মতপ্রকাশের বাঁধা দিতে চাচ্ছে একটি দুষ্কৃতিচক্র। স্বাধীন বাংলাদেশ গঠনে মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। মত প্রকাশের যে স্বাধীনতার কথা এখন বলা হচ্ছে, ঠিক এ সময়েই একটি চক্র গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীদের উপর হামলা করছে। আর যারা হামলা করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author