নিজস্ব প্রতিবেদকঃ প্রাথমিক স্তরের পরিমার্জিত শিক্ষাক্রম ২০২৩ বাস্তবায়নে লক্ষ্মীপুর সদর উপজেলা রিসোর্স সেন্টারে গত সোমবার সকাল ৯টায় থেকে প্রাথমিক শিক্ষকদের তিন দিনব্যাপী শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে।
প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিফ মজুমদার। ইউ আর সি ইন্সট্রাক্টর মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহাদাত হোসেন, মাকছুদুর রহমান, শহিদুল ইসলাম রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শামছুদ্দিন বাবুল ।
সমাপনী অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ মোস্তফা কাজল । ২৭ তম ব্যাচে প্রশিক্ষণ গ্রহণ করছেন সদর উপজেলা শিক্ষক নেতৃবৃন্দ। তাদের মধ্যে অন্যতম প্রধান শিক্ষক আব্দুল কাদের, মোহাম্মদ নজরুল ইসলাম, কৃষ্ণ চন্দ্র দাস, মোহাম্মদ জসিম উদ্দিন, হাছিনা আক্তার, মোহাম্মদ জাহাঙ্গীর আবেদ, মোহাম্মদ আকরাম হোসেন সহ প্রশিক্ষণ গ্রহণ করছেন বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। শিক্ষক নেতৃবৃন্দ মনে করেন নতুন কারিকুলামে প্রশিক্ষণ নিয়ে বিদ্যালয়ে পাঠদান করালে শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শ্রবণ করবে। এতে করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতির হার বাড়বে ও ঝরে পড়া রোধ হবে।
লক্ষ্মীপুর ইউআরসিতে শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ শেষ
Please follow and like us:
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন