নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন মনোনয়নপত্র বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুর পৌঁনে ১টার দিকে জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা নেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও এ আসনের উপনির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ দুলাল তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা মোহাম্মদ আলী খোকন, রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকন, রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড. রাসেল মাহমুদ মান্না, মমিন পাটওয়ারী, কেন্দ্রীয় যুবলীগ নেতা শামছুল ইসলাম পাটওয়ারী, জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহউদ্দিন টিপু, সাধারণ সম্পাদক আবদুলাহ আল নোমান, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. বেলায়েত হোসেন, জেলা ছাত্রলীগ সভাপতি মো. শাহাদাত হোসেন শরীফ, সাবেক সভাপতি মাহমুদুন নবী সোহেলসহ দলীয় নেতাকর্মীরা।
রিটার্নিং অফিসার মোহাম্মদ দুলাল তালুকদার বলেন, লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেল ৫টা পর্যন্ত। দুপুর সোয়া ১টা পর্যন্ত উপ-নির্বাচনের প্রার্থী হতে দুইজন মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র জমা দিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুর উদ্দিন বলেন, আগে মানুষ এমপির কাছে যেত, আমি যদি নির্বাচিত হই তাহলে আমি জনগণের কাছে যাবো। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, আমি যেন-তেন নির্বাচনে বিজয়ী হতে চাই না। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে চাই।
তিনি জানান, লক্ষ্মীপুর-২ আসন দীর্ঘদিন থেকে উন্নয়ন বঞ্চিত। নির্বাচিত হলে ওই আসনের উন্নয়ন কর্মকান্ড দ্বিগুন গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
সদর উপজেলার ৯টি ইউনিয়ন এবং রায়পুর উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোট কেন্দের সংখ্যা ১৩৬টি।
More Stories
লক্ষ্মীপুরে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবিতে মানববন্ধন
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে শিক্ষক পরিবারের উপর হামলায় আহত ৫
স্মার্ট কর্নারের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হবে