বিশেষ প্রতিনিধি ঃ এশিয়ান টিভির প্রতিনিধি সম্মেলনে শ্রেষ্ঠ প্রতিনিধির সম্মাননা পেয়েছেন লক্ষ্মীপুরের এশিয়ান টিভি এবং নতুন দিনের জেলা প্রতিনিধি নাট্য অভিনেতা ডালিম কুমার দাস টিটু । ২৫ ই ডিসেম্বর (শুক্রবার) এশিয়ান টেলিভিশনের বাৎসরিক প্রতিনিধি সভায় শ্রেষ্ঠ প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন। প্রতিনিধি সম্মেলনে টেলিভিশনের চেয়ারম্যান হারুনুর রশিদ সিআইপি সম্মাননা স্মারক-২০২০ তুলে দেন প্রতিনিধি ডালিম কুমার দাস টিটুর হাতে। এই বিশেষ সম্মাননা পেয়ে অনুভূতি জানতে চাইলে ডালিম কুমার দাস বলেন, আমি এই সম্মাননা উৎসর্গ করি আমার স্বর্গীয় পিতা হারাধন দাসকে। সেই সাথে কৃতজ্ঞ , আমার মা অর্চ্চনা রানী দাস যিনি আমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারন করেছিলেন, যার জন্য পৃথিবী দেখেছি , এই সম্মাননা হাতে পেয়েছি। এ ছাড়াও আমাকে যারা সাংবাদিকতাতে আসার জন্য অনুপ্রানিত করলেন, এবং আমার পথচলাতে যারা আমাকে সহযোগীতা করছিলেন সকল সাংবাদিক বন্ধুর কাছে , আমার শুভাকাঙ্খী ভাই বোন বন্ধুবান্ধব সকলকের কাছে আশির্বাদ চাই । এই সম্মান সকল সাংবাদিকদের পুরো জেলাবাসীর আপনারা আমাকে আশির্বাদ করবেন আমি যেন সঠিক ভাবে দায়িত্ব পালন করতে পারি সবার সহযোগতিা কামনা করি । এক সময় তিনি লক্ষ্মীপুর নিউজেও স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন। তার এই সম্মাননায় বিশেষ করে ”দৈনিক লক্ষ্মীপুর নিউজ” পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন । এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সামাজিক সাংষ্কৃতিক অঙ্গসংগঠনগুলো । উল্যেখ্য সাংবাদিক, নাট্য অভিনেতা ডালিম কুমার দাস টিটু একজন টেলিভিশন অভিনেতা , থিয়েটার কর্মী , এটিএন বাংলার রিয়েলিটি শো নাট্য যুদ্ধের সেরা অভিনেতার এ্যাওয়ার্ড প্রাপ্ত এই সাংবাদিক বর্তমানে এলএলবি শেষবষের্ আছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
সম্মাননা পেয়েছেন লক্ষ্মীপুরের এশিয়ান টিভির জেলা প্রতিনিধি টিটু
Please follow and like us:
More Stories
লক্ষ্মীপুরে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবিতে মানববন্ধন
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে শিক্ষক পরিবারের উপর হামলায় আহত ৫
স্মার্ট কর্নারের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হবে