নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরে স্কুলছাত্র রবিউল আওয়াল শিমুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) দুপুরে চন্দ্রগঞ্জ বাজারে এ মানববন্ধনের করা হয়। এসময় তাজুল ইসলামসহ হত্যা মামলার ৭ আসামির বিচারের দাবি জানায় মানববন্ধনে উপস্থিত ব্যক্তিরা।
এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মদ, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় ঐক্য জোটের আহবায়ক সাবির আহমেদ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সোলাইমান, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী মামুনুর রশিদ বাবলু। যুবলীগের সাবেক আহবায়ক মোরশেদ আলম, শ্রমিক লীগের আহবায়ক মোঃ দুলাল, যুগ্ম আহবায়ক, মোঃ সেলিম, শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলম, ও চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি এম মাসুদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
মানববন্ধনে বক্তারা বলেন, তাজুল ইসলাম বিএনপির সন্ত্রাসী জিসান বাহিনীর সক্রিয় সদস্য ছিল। ২০১৪ সালের ১৫ এপ্রিল বাড়িতে ঢুকে কাজী মামুনুর রশিদের ভাগিনা শিমুলকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশন (পিবিআই) নোয়াখালী তদন্ত করে ৭ জনের নামে প্রতিবেদন দাখিল করে। এতে তাজুল ইসলাম ভূঁইয়ার নাম ছিল। হত্যার সঙ্গে জড়িত তাজুল ইসলামসহ জড়িতদের বিচারের দাবি জানানো হয়।
প্রসঙ্গত, শিমুল হত্যার ঘটনায় ২০১৪ সালের ২১ এপ্রিল তার মামা কাজী মামুনুর রশিদ বাবলু বাদী হয়ে ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে আবেদনের প্রেক্ষিতে আদালত মামলাটি পিবিআই নোয়াখালী কার্যালয়কে তদন্তের নির্দেশ দেয়। শিমুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। গত ৪ নবেম্বর র্যাব ১১-লক্ষ্মীপুর ক্যাম্প অভিযান চালয়ে তাজুল ইসলামকে গ্রেপ্তার করে।
More Stories
লক্ষ্মীপুরে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবিতে মানববন্ধন
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে শিক্ষক পরিবারের উপর হামলায় আহত ৫
স্মার্ট কর্নারের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হবে