নভেম্বর ২১, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

১০ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবে জেলা পরিষদ

নিজশ্ব প্রতিবেদক ঃ লক্ষ্মীপুর জেলা পরিষদের উদ্যোগে ১০ হাজার কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবে জেলা পরিষদ। বৃহস্পতিবার সকালে  খাদ্য সামগ্রী পেকেট করা উদ্বোধন করেন   জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান।  এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য  সাখাওয়াত হোসেন আরিফ, পেকেট কালিন সার্বিক সহযোগীতায় ছিলেন লক্ষ্মীপুর জেলা বিডি -ক্লিন।  জেলা পরিষদের চেয়ারম্যন বলেন, মে মাসের প্রথম দিক থেকে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকার হতদরিদ্রদের মাঝে জেলা পরিষদের সদস্য এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের সমন্বয়ে একটি তালিকা প্রনয়ন করা হবে।

তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার ও জেলা পরিষদের সদস্যদের নির্দেশনা দেওয়া আছে যেসব হতদরিদ্রদের পরিবার আগে পেয়েছেন তাদেরকে বাদ দিয়ে যেসব হতদরিদ্র মানুষ ঘরবন্দি মানুষ এখনও পর্যন্ত পাইনি ঐসব পরিবারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তালিকা প্রণয়ন করার জন্য। লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্যগণ এবং পাঁচটি উপজেলার চেয়ারম্যান-মেম্বারদের মাধ্যমে তালিকা সংগ্রহ করে প্রায় ১০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবে লক্ষ্মীপুর জেলা পরিষদ।প্রতি পরিবারকে দেওয়া হবে চাল ৫ কেজি,  বুটের ডাল ১ কেজি, সয়াবিন তেল আদা কেজি, চিনি ৫০০ গ্রাম, মুড়ি আধা কেজি,  দুধ  সহ ৮প্রকারের খাদ্যসামগ্রী প্রদান করা হবে।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author