নিজশ্ব প্রতিবেদক ঃ লক্ষ্মীপুরে কালবৈশাখী ঝড়ে পৌরসভার ৮নং ওয়ার্ড মিয়াজি বাড়ির আবুল হাশেম নামে এক অসহায় মানুষের বসতঘর ঘূর্ণিঝড়ের কবলে পড়ে লন্ডভন্ড হয়ে যায়। খবর পেয়ে ২৭ এপ্রিল রোজ সোমবার সরজমিনে পরিদর্শনে আসেন লক্ষ্মীপুর জেলাপরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান। সংকট নিরসনে জেলা পরিষদের চেয়ারম্যান তার পাশে দাঁড়িয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ ও আর্থিক অনুদান প্রদান করা হয়। নতুন করে ঘর নির্মাণের জন্য হাশেমকে সহযোগীতার করার আশ্বাস দিয়েছেন চেয়ারম্যন।লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, লোকটির খুব করুণ অবস্থা। সাময়িকভাবে তাকে কিছু সহযোগীতা করা হয়েছে। নতুন ঘর নির্মাণে তাকে সহযোগীতা করার জন্য পরিষদের সদস্যদের সঙ্গে আলোচনা করবো।এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সাখাওয়াত হোসেন আরিফ ও জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নজরুল ইসলাম ভুলু।
More Stories
প্রধান শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার সংবর্ধনা, ইফতার মাহফিল ও কমিটি পূর্নগঠন
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ