নিজশ্ব প্রতিবেদক : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারনে শ্রমিক সংকটে চলতি বোরো মৌসুমে বিপাকে পড়েছেন ধান চাষীরা। তাই বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক কৃষকদের ধান কেটে দিচ্ছে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ।
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ লক্ষ্মীপুর জেলা শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক দেশে ভয়ংকর করোনা ভাইরাস সৃষ্টি হয়েছে এই ভাইরাস মোকাবেলা মানুষের পাশে অতীতের মতো থাকবে ছাত্রলীগ। সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায়, খেটে খাওয়া ও কর্মহীন মানুষদের বাড়িতে গিয়ে ত্রাণ সহায়তা পৌঁছে দিবে। সেই সাথে বোরো ধান চাষকৃত কৃষকদের মাঠে থাকা ধান কাটাসহ অন্যান্য খাদ্যশস্য তাদের ঘরে তুলে দিতে সহযোগীতা করবে।জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহাদাত হোসেন শরীফ জানান, দেশের বিভিন্ন ক্রান্তিকালে বাংলাদেশ ছাত্রলীগ ঝাঁপিয়ে পড়েছে। বর্তমানে করোনা মহামারিতেও প্রশাসনের সাথে সমন্বয় করে সাধারণ জনগণের পাশে আছে ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সিদ্ধান্ত মোতাবেক এখন আমরা কৃষকদের পাশে আছি।
মাঠে ধান কাটে লক্ষ্মীপুর জেলা ছাএলীগ
Please follow and like us:
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন