নিজস্ব প্রতিবেদকঃ নতুন করে আরো তিন করোনা রোগী শনাক্ত হয়েছে লক্ষ্মীপুরে। এ নিয়ে মোট আক্রান্তে সংখ্যা ২২ জন ।শনিবার রাতে ১০ টার দিকে লক্ষ্মীপুর সিভিল সার্জন আব্দুল গাফফার বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন শনাক্তদের মধ্যে রামগঞ্জ উপজেলার কাশিমনগরের ২০ মাসের একটি শিশু এবং লক্ষ্মীপুর পৌর শহরের দুই জন।একজন সমসেরাবাদ গ্রামের ভেনাসোগো বাড়ির/উমুর আলী বেপারী বাড়ির সবুজের ছেলে সুজুকি চালক আরাফাত।অপরজন লাহারকান্দি ইউনিয়নের কেন্দ্রীর বাড়ির দরজার রাকিব মাওলানাগো পাশের বদ্দি বাড়িতে করোনাভাইরাসের আক্রান্ত ঐ ব্যক্তি একজন গাছের বেপারী তার বাড়ি বরিশাল।
এই দিকে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) লক্ষ্মীপুরে একদিনেই করোনা আক্রান্ত হয়েছেন ১৭ জন।
লক্ষ্মীপুর সিভিল সার্জন অফিসেরে ফেইজ থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, এদের মধ্যে রামগঞ্জের ১৩ জন, কমলনগরের ৩ জন এবং সদরের ১ জন।
জেলায় প্রথম দুই জন করোনারোগী আক্রান্ত হয়েছিলেন। একজনের বাড়ি রামগতি উপজেলার অপর জনের বাড়ি রামগঞ্জ উপজেলায়। জেলা জুড়ে এপযর্ন্ত করোনাভাইরাস আক্রান্ত সংখ্যা বেড়ে ২২ দাঁড়াল।
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন