নভেম্বর ২১, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

লক্ষ্মীপুরে করোনায় আক্রান্ত ২২

 নিজস্ব প্রতিবেদকঃ   নতুন  করে আরো তিন করোনা রোগী শনাক্ত হয়েছে লক্ষ্মীপুরে। এ নিয়ে মোট আক্রান্তে সংখ্যা  ২২ জন ।শনিবার রাতে ১০ টার দিকে লক্ষ্মীপুর সিভিল সার্জন আব্দুল গাফফার বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন শনাক্তদের মধ্যে রামগঞ্জ উপজেলার কাশিমনগরের  ২০ মাসের একটি শিশু এবং লক্ষ্মীপুর পৌর শহরের দুই জন।একজন সমসেরাবাদ গ্রামের ভেনাসোগো বাড়ির/উমুর আলী বেপারী বাড়ির সবুজের ছেলে সুজুকি চালক আরাফাত।অপরজন লাহারকান্দি ইউনিয়নের কেন্দ্রীর বাড়ির দরজার রাকিব মাওলানাগো পাশের বদ্দি বাড়িতে করোনাভাইরাসের আক্রান্ত ঐ ব্যক্তি একজন গাছের বেপারী তার বাড়ি বরিশাল।

এই দিকে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) লক্ষ্মীপুরে একদিনেই করোনা আক্রান্ত হয়েছেন ১৭ জন।

লক্ষ্মীপুর সিভিল সার্জন অফিসেরে ফেইজ থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, এদের মধ্যে রামগঞ্জের ১৩ জন, কমলনগরের ৩ জন এবং সদরের ১ জন।

জেলায় প্রথম দুই জন করোনারোগী  আক্রান্ত হয়েছিলেন। একজনের বাড়ি রামগতি উপজেলার অপর জনের বাড়ি রামগঞ্জ উপজেলায়। জেলা জুড়ে এপযর্ন্ত করোনাভাইরাস আক্রান্ত সংখ্যা বেড়ে ২২ দাঁড়াল।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author