নভেম্বর ২২, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

জগন্নাথ দাস :
‘বয়সের সমতার পথে যাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও প্রবীণ হিতৈষী সংঘের যৌথ উদ্যোগে কালেক্টরেট ভবন প্রাঙ্গনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। অতিথি ছিলেন, সফিউজ্জামান ভূঁইয়া, ক ডা. আশফাকুর রহমান মামুন ও মো. রুহুল আমিন মাস্টার।
বক্তারা বলেন, গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হচ্ছে। প্রবীণরা সমাজের বোঝা নয়, তারাও দেশের সম্পদ।
পরে প্রবীণ পিতা-মাতার সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে স্থানীয় দু’জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author