নভেম্বর ২২, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

লক্ষ্মীপুরে বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসন

 

জগন্নাথ দাস : লক্ষ্মীপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ভেজাল প্রতিরোধে বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসন।
বুধবার (২২ মে) বিকালে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের নের্তৃত্বে শহরের চকবাজারের অঙ্গশোভা বস্ত্রালয় থেকে বাজার মনিটরিং শুরু হয়।
পরে বিভিন্ন ফলের দোকান, মুদি দোকান, মাছ ও মাংসের বাজারে ভেজাল পণ্য, মেয়াদ উত্তীর্ণ পণ্য, অতিরিক্ত মূল্য, মূল্য তালিকা, খাবারের মান, ফরমালিন ইত্যাদি জনস্বার্থমূলক বিষয় মনিটরিং করা হয়।
এসময় প্রাথমিকভাবে বিভিন্ন দোকান মালিককে সতর্ক করে দিয়ে শহরের চক বাজার এলাকায় দ্রব্য মূল্য তালিকা সম্বলিত ডিজিটাল বোর্ড উদ্বোধন করেন জেলা প্রশাসক।।

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, ইকবাল হোসেন, এনডিসি খবিরুল আহ্সান, বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সহ-সভাপতি এমজে আলম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author