লক্ষ্মীপুরে সেই তরুণী হত্যা মামলার প্রধান আসামী সালাহ উদ্দিন গ্রেফতার
জগন্নাথ দাস :
লক্ষ্মীপুরে সেই তরুনী শাহেনুর হত্যা মামলার প্রধান আসামী সালাহ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। (আজ) সোমবার (২৯ এপ্রিল) বিকালে রামগতির বুড়া কর্তার আশ্রম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কমলনগর থানার ওসি ইকবাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহেনুর হত্যা মামলার প্রধান আসামী সালাহ উদ্দিনকে তথ্য প্রযুক্তির মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক চিহ্নিত করে এবং বিভিন্ন কৌশল ব্যবহারে গ্রেফতার করা হয়। ঘটনার পর চট্রগাম, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে পালিয়ে ছিল সে। তকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে শাহেনুর হত্যার রহস্য উদঘাটন হবে বলে জানান ওসি।
জানা যায়, স্ত্রী’র মর্যাদা চাইলে কেরোসিনের আগুনে পুড়িয়ে শাহেনুরকে হত্যার চেষ্টা করে তার দাবী করা স্বামী কমলনগরের চরফলকন নিবাসী সালাহ উদ্দিন। পরে সোমবার (২২ এপ্রিল) সকালে অগ্নিদগ্ধ শাহেনুর ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় নিহতের বাবা জাফর উদ্দিন বাদী হয়ে সালাহ উদ্দিনকে প্রধান আসামী করে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭/৮ জনের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। এর আগে এজাহার নামীয় আরো ৪ আসামীকে গ্রেফতার করে ২ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

Please follow and like us:
More Stories
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
পশ্চিম কল্যাণপুর সপ্রাবি ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুষ্কার বিতরণ