কামাল উদ্দিন ও জগন্নাথ দাস :
তৃতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে লক্ষ্মীপুরের ৫টি উপজেলায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। শুক্রবার (০৮ মার্চ) সকাল থেকে উৎসব মুখর পরিবেশে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা সংশ্লিষ্ট রিটার্ণিং কর্মকর্তাদের কার্যালয়ে এসে প্রতীক বরাদ্ধ নেন।
জেলার ৫টি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়াামীলীগ মনোনীত প্রার্থীদের বিপক্ষে আওয়ামীলীগের লোকজনই লড়ছেন। চেয়ারম্যান পদে ১৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৯জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন প্রতিদ্ধন্ধিতা করছেন। এদিকে রামগঞ্জ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুরাইয়া আক্তার বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হন ।
কে কোন প্রতীক পেলেন,
সদরে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু দোয়াত কলম, আবুল কাশেম চৌধুরী নৌকা, মহি উদ্দিন বকুল কাপ পিরিচ, ওয়াহিদুর রহমান আনারস প্রতীক।
ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ রহমত উল্লাহ বিপ্লব বৈদ্যুতিক বাল্প, হাফিজ উল্লাহ মাইক, এহতেশাম হায়দার বাপ্পি পালকি, মোহাম্মদ আব্দুল্লাহ টিউব ওয়েল, মোজাম্মেল হোসেন মিজান পাটোয়ারী তালা, মোক্তার হোসেন চৌধুরী আইসক্রীম, এমরান মাহমুদ রুবেল উড়ো জাহাজ, নিজাম উদ্দিন রাশেদ টিয়া পাখি, নাজিম উদ্দিন চশমা, মাসুম কবির বই।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলি আক্তার পাটোয়ারী পদ্ম ফুল, সুলতানা আক্তার লাকি কলস, বেব্রুজা বুলবুল ফুটবল, কাজী খালেদা আক্তার হাঁস, সুমি আক্তার প্রজাপতি।
রায়পুরে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের অধ্যক্ষ মামুনুর রশিদ নৌকা, বর্তমান চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার মটর সাইকেল প্রতীক।
ভাইস চেয়ারম্যান পদে আবুল কালাম আজাদ টিয়া পাখি, এবি এম বারাকাত বিন জাকারিয়া টিউব ওয়েল, মোহাম্মদ হারুনুর রশিদ বই, আনসার উল্লাহ বৈদ্যুদিক বাল্প, আসিফ রুহুল মাইক, মোহাম্মদ সফিকুর রহমান খান চশমা, সালাহ উদ্দিন আহমদ তালা, মাইন উদ্দিন মোল্লা উড়োজাহাজ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসিনা আক্তার কলস, রাহেলা আক্তার ফদ্ম ফুল, হাজী মাজেদা বেগম প্রজাপতি, কহিনুর বেগম ফুটবল।
রামগঞ্জে চেয়ারম্যান পদে মনির হোসেন চৌধুরী নৌকা, এনপিপি’র মো. সিরাজ মিয়া আম প্রতীক।
ভাইস চেয়ারম্যান পদে রাকিবুল হাসান তালা, দেলোয়ার হোসেন চশমা।
মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত।
রামগতিতে চেয়ারম্যান পদে আব্দুল ওয়াহেদ নৌকা, শরাফ উদ্দিন আজাদ কাপ পিরিচ, মোহামম্মদ হারুনুর রশিদ মোল্লা আনারস প্রতীক।
ভাইস চেয়ারম্যান পদে আলতাফ হোসেন তালা, রাহিদ হোসেন টিউব ওয়েল, জোবায়ের হোসেন উড়ো জাহাজ, নাজিম উদ্দিন চশমা।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মর্জিনা বেগম হাঁস, ফাতেমা ফারুক কলস, শিপন রানী সাহা ফুটবল।
কমলনগরে চেয়ারম্যান পদে নুরুল আমিন মাষ্টার নৌকা, মেজবাহ উদ্দিন আহমদ বাপ্পি দোয়াত কলম, আব্দুর রাজ্জাক চৌধুরী ঘোড়া, নুরুল আমিন মটর সাইকেল, আব্দুর রহমান হেলিকপ্টার, মো. আহসান উল্লাহ আনারস, আনোয়ারুল হক কাপ পিরিচ প্রতীক।
ভাইস চেয়ারম্যান পদে ওমর ফারুক টিয়া পাখি, জাহিদুল ইসলাম টিউব ওয়েল, আব্দুল্লাহ আল ই¯্রাফিল মাইক, মনিরুল হক মনির চশমা, আলাউদ্দিন তালা।
মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার ফুটবল, সাজেদা আক্তার কলস, শারমীন আক্তার অরিন হাঁস, শাহাদা আক্তার সেলাই মেশিন।
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন