জগন্নাথ দাস :
লক্ষ্মীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও জন সচেতনতা মূলক লিফলেট বিতরণ কর্মসুচির মধ্য দিয়ে পুলিশ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ এই শ্লোগান নিয়ে রবিবার (২৭ জানুয়ারি) সকালে সদর মডেল থানা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় পুলিশের পক্ষ থেকে পথচারী ও গাড়ী চালকদের বিভিন্ন মোড়ে মোড়ে জনসচেতনতামূলক বিভিন্ন লিফলেট বিতরণ করা হয়।
পরে পূণ:রায় ওই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় সবাই।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন, জেলা কমিউনিটি পুলিশিং সেলের সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, সদর থানার সাধারণ সম্পাদক এহতেশাম হায়দার বাপ্পী প্রমূখ।
আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ সেবা সপ্তাহ চলবে বলে জানা যায়।
লক্ষ্মীপুরে পুলিশ সেবা সপ্তাহের শোভাযাত্রা ও লিফলেট বিতরণ

Please follow and like us:
More Stories
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
পশ্চিম কল্যাণপুর সপ্রাবি ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুষ্কার বিতরণ