নভেম্বর ২১, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

লক্ষ্মীপুরের ৪টি আসনে বিপুল ভোটে মহাজোট প্রার্থীরা জয়ী

জগন্নাথ দাস :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি আসনে চুড়ান্ত ফলাফলে এমপি পদে নির্বাচিত হয়েছেন মহাজোটের প্রার্থীরা। রবিবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টায় জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলা রিটার্নিং কর্মকর্তা অঞ্জন চন্দ্র পাল বিজয়ীদের নাম ঘোষনা করেন।

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে মোট কেন্দ্র ৮৫টি। নৌকা প্রতীকের ড. আনোয়ার হোসেন খান (মহাজোট, আ’লীগ) পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৪৩৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধি ধানেরশীষ প্রতীকের শাহাদাত হোসেন সেলিম (ঐক্যফ্রন্ট) পেয়েছেন ৩ হাজার ৮৯২ ভোট।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে মোট কেন্দ্র ১৩১টি। মহাজোট সমর্থিত আপেল প্রতীকের শহীদ ইসলাম পাপুল (আ’লীগ) পেয়েছেন ২ লাখ ৫৬ হাজার ৭৮৪ ভোট তার নিকটতম প্রতিদ্বন্ধি ঐক্যফ্রন্টের আবুল খায়ের ভূঁইয়া (বিএনপি) পেয়েছেন ২৮ হাজার ৬৫ ভোট।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে মোট কেন্দ্র ১১৫টি। নৌকা প্রতীকের এ কে এম শাহজাহান কামাল (মহাজোট, আওয়ামীলীগ) পেয়েছেন ২ লাখ ৩৩ হাজার ৪২৮ভোট তার নিকটতম প্রতিদ্বন্ধি ধানেরশীষ প্রতীকের শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (ঐক্যফ্রন্ট, বিএনপি) পেয়েছেন ১৪ হাজার ৪৯২ ভোট।

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে মোট কেন্দ্র ১১৫টি। নৌকা প্রতীকের মেজর অব. আব্দুল মান্নান (মহাজোট, বিকল্পধারা) ১ লাখ ৮৩ হাজার ৯০৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ধানেরশীষ প্রতীকের আ স ম আব্দুর রব (জেএসডি, ঐক্যফ্রন্ট) পেয়েছেন ৪০ হাজার ৯শ’৭৩ ভোট।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author