ডিসেম্বর ৩, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

অসুস্থ সাংবাদিকদের চিকিৎসায় ৫০% ছাড়

 

লক্ষ্মীপুর প্রতিনিধি:
দৈনিক বাংলাদেশ জার্নাল পত্রিকার সম্পাদক ও খ্যাতিমান সাংবাদিক শাহজাহান সরদার বলেছেন, আনোয়ার খান মডার্ণ হাসপাতালে লক্ষ্মীপুর জেলার যে কোন অসুস্থ সাংবাদিক এর চিকিৎসায় ৫০% ছাড় দেওয়া হবে। এ ক্ষেত্রে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রত্যয়ন থাকতে হবে।
একজন সম্পাদক হিসেবে সাংবাদিকদের বিপদে মালিকপক্ষের সাথে এ বিষয়ে নিজেই সরাসরি দেখবেন বলে জানান তিনি।
লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আকস্মিক সফরে এসে ক্লাবের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নানান লড়াই ও অর্জনের মধ্য দিয়ে রিপোর্টার থেকে সম্পাদক হয়েছি। সংবাদপত্র ও সাংবাদিকতা নিয়ে যারা পড়ছেন, পড়বেন এবং গবেষনা করছেন, তাদের জন্য আমার লেখা ‘রিপোর্টার থেকে সম্পাদক’ বইটি কিছুটা কাজে আসতে পারে বলে মনে করছি।
এসময় তিনি দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ইত্তেফাক,যুগান্তর ও আলোকিত বাংলাদেশ পত্রিকায় কাজ করেছেন বলে জানান।
এসময় উপস্থত ছিলেন প্রেস ক্লাব সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের অর্ধ শতাধিক সংবাদকর্মী।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author