জগন্নাথ দাস :
লক্ষ্মীপুরে অপহরণকারী চক্রের ৪ সদস্যকে আটক করেছে র্যাব-১১ সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্প। আটককৃতরা হলেন মো. শরীফুল ইসলাম, মো. সেলিম, পলি আক্তার ও পপি।
সোমবার (১৯ নভেম্বর) বিকাল ৩ টায় জেলা স্টেডিয়াম সংলগ্ন র্যাবের লক্ষ্মীপুর ক্যাম্পে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় র্যাব। এর আগে শহরের দক্ষিন তেমুহনী থেকে তাদের আটক করা হয়। এসময় আমিনুল ইসলাম নামে অপহৃত এক কৃষি কর্মকর্তাকে উদ্ধার করা হয়। জব্ধ করা হয় অপহরণকারীদের ব্যবহৃত ৫টি মোবাইল ও নগদ ৬০ হাজার টাকা।
সংবাদ সম্মেলনে র্যাব ১১ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এএসপি মোস্তাফিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে ওই চক্রটি বিভিন্ন লোকজনকে অপহরণ করে পরিবারের কাছে মুক্তিপণ দাবী করে অর্থ হাতিয়ে নিচ্ছিল। রবিবার বিকালে নোয়াখালী সদর উপজেলার উপ সহ-কারি কৃষি কর্মকর্তাকে অপহরণ করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবী করে আসছিল তারা। ভিকটিমের পরিবারের অভিযোগ পেয়ে র্যাব অভিযান চালিয়ে তাদের টাকা লেনদেনের সময় হাতেনাতে আটক করে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
লক্ষ্মীপুরে অপহরণকারী চক্রের ৪ সদস্য আটক
Please follow and like us:
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন