নিউজ ডেস্ক :
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেছেন, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে পূজা উদযাপন করতে হবে। কাউকে সম্মান দেখালে ছোট নয় বড়ই হওয়া যায়। দূর্ঘা পূজার সময় মাদক সেবন করা যাবেনা ধর্মীয় ভক্তিতে মাকে স্বরণ করতে হবে। নিরাপত্তার জন্য পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে। এরপরও নিজেদের নিরাপত্তায় নিজেরাই সতর্ক থাকতে হবে। রবিবার (৩০ সেপ্টেম্বর) হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজাকে সামনে রেখে লক্ষ্মীপুরে জেলা প্রশাসন ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে অনুষ্ঠিত আলোচনাসভায় জেলা প্রশাসক এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, মন্দিরে বরাদ্ধ দিলাম আমি। কিন্তু আমি কোন টাকা নেয়নি, একটি সিন্ডিকেট ২৮ হাজার টাকা চাল ২১ হাজার টাকা করে নিয়েছে। আপনারা ২৮ হাজার টাকার মাল বিক্রি করলেন ২১ হাজার টাকা। আমরা যারা মসজিদ, মন্দির ও এতিমখানার টাকা আত্মসাৎকারী এদের চেয়ে আর নিকৃষ্ট হতে পারে কারা। আমাদের প্রত্যেকের চরিত্রের পরিবর্তন ঘটাতে হবে তা নাহলে সমাজের পরিবর্তন হবেনা। এর আগে সভায় হিন্দু সম্প্রদায়ের লোকজন ঝূঁকিপূর্ণ মন্ডপ ও নিরাপত্তার বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।
অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে পূজা উদযাপন করতে হবে : অঞ্জন চন্দ্র পাল
Please follow and like us:
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন