নিউজ ডেস্ক :
পারিবারিক বিরোধকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রায়পুরে মো. সাগর নামে এক ছেলেকে কুপিয়ে হত্যা করেছে তার বাবা বেলায়েত হোসেন ভূইয়া। সোমবার রাতে পৌর শহরের মধুপুর এলাকার হারিস ভূইয়া বাড়ীতে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করে। রাতেই খুনের ঘটনায় অভিযুক্ত বাবা বেলায়েত হোসেনকে আটক করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পৌর শহরের মধুপুর ভূইয়া বাড়ীর বেলায়েতের ছেলে সাগর পরিবারের সবাই এক ঘরে এক সাথে থাকতেন। সাগর পরিবারের অমতে একাধিক বিয়ে করার কারণে এ নিয়ে প্রায়ই তাদের পারিবারিক কলহ লেগে থাকতো। সোমবার রাত ১০ টার দিকে সাগর ও তার বাবা বেলায়েত হোসেনের বাক-বিতন্ডা হয়। একপর্যায়ে বাবা ছেলেকে ভটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
রায়পুর থানার ওসি তদন্ত সোলাইমান চৌধুরী বলেন, পারিবারিক বিরোধের জের ধরে বেলায়েত তার ছেলে সাগরকে হত্যা করে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাবাকে আটক করে। এ ঘটনায় মামলার প্রস্তুুতি চলছে বলে জানান তিনি।
বাবার হাতে ছেলে খুন, বাবা আটক

Please follow and like us:
More Stories
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
পশ্চিম কল্যাণপুর সপ্রাবি ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুষ্কার বিতরণ