ফেব্রুয়ারি ২০, ২০২৫

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

লক্ষ্মীপুরে প্রধান শিক্ষকদের লিডারশিপ প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর সদর উপজেলা ইউআরসিতে ১৪ দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষকদের লিডারশিপ প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান আজ রবিবার ইউআরসির হল রুমে আয়োজন করা হয়।সমাপনি অনুষ্ঠানে ইউআরসি ইন্সট্রাকটর ও কোর্স সমন্বয়কারী মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ শাহাদাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মাকসুদুর রহমান, মোঃ শহিদুল ইসলাম । প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সদর উপজেলার সভাপতি মোঃ গোলাম মাওলার পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন প্রধান শিক্ষক শামছুদ্দোহা প্রধান শিক্ষক হেলাল উদ্দিন প্রধান শিক্ষক হাসিনা আক্তার প্রধান শিক্ষক কৃষ্ণ চন্দ্র দাস প্রধান শিক্ষক কহিনুর বেগম প্রমুখ। লিডারশিপ প্রশিক্ষণে অংশ গ্রহন করেন ২৫ জন প্রশিক্ষণার্থী। গত ১৪ দিনে বিদ্যালয় পরিচালনায় বিষয়ক কলা কৌশল নিয়ে ২ জন অভিজ্ঞ অফিসার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষকদের প্রশিক্ষন প্রদান করেন। সভাপতি তার বক্তব্যে বলেন গত ১৪ দিন অত্যন্ত আনন্দঘন পরিবেশে সফলতার সাথে ট্রেনিং গ্রহন করেন বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষক বৃন্দ।প্রথমে অভিজ্ঞ দুইজন ট্রেইনার মোঃ শাহাদত হোসেন ও মাকসুদুর রহমান ট্রেনিং প্রদান করেন। আপনারা ট্রেনিং শেষে নিজ বিদ্যালয়ে গিয়ে গত১৪ দিনে অর্জিত কলা কৌশল গুলো পালনের মধ্য দিয়ে বিদ্যালয় পরিচালনা ও অবকাঠামগত উন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিত হয় সেই বিষয়ে আন্তরিক ভাবে কাজ করবেন এটাই আমরা বিশ্বাস করি। আর এই দিক গুলো সঠিক ভাবে পরিচালিত হলেই আমাদের ট্রেনিং সফল হবে। সবাইকে স্কুল পর্যায়ে আন্তরিক ভাবে কাজ করার আহবান জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি করেন।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author