নভেম্বর ২১, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদকঃ মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিন্তকরণে লক্ষ্মীপুর সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (২৮অক্টোবর) দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সভা হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অভি দাশের সভাপতিত্ব ও সদর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শাহাদত হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি সম্রাট খীসা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল লতিফ মজুমদার।
এছাড়া উপস্থিত ছিলোন, জেলা সহকারি শিক্ষা অফিসার কুদরত এ খুদা আলাওল হাদি, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাকসুদুর রহমান, শহিদুল ইসলাম রাসেল।
প্রধান শিক্ষকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন গোলাম মাওলা, কহিনুর বেগম, জসিম উদ্দিন প্রমুখ। সমন্বয় সভায় সদর উপজেলার প্রাথমিকের প্রধান শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। আর শিক্ষার মেরুদণ্ড বা ভীত হচ্ছে প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর ভীত তৈরি হয়। তাই প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা বেশি। শিক্ষকরা প্রাথমিক শিক্ষায় আন্তরিক হতে হবে, শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তোলা তাদের দায়িত্ব।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author