নিজস্ব প্রতিবেদক : চলমান বন্যায় তীব্র পানির স্রোত দেখা দিয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলার ওয়াপদা খালে। এতে খালের পাশে থাকা বসত-বাড়ি বাগান মাদরাসা মসজিদ আশপাশ ভাঙন দেখা দিয়েছে।ঝুঁকিতে আছে খাল পাড়ের বাসিন্দারা।
ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইউনিয়ন জামায়াতের আয়োজনে মানববন্ধন করেছে সদর উপজেলার লাহারকান্দী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চাঁদখালী বাজার চাঁদখালী নূরানী মাদ্রাসা, পশ্চিম দিকে প্রায় পাঁচশত পরিবারের হাজার হাজার নারি পুরুষ স্কুলগামী শিক্ষার্থীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।
রবিবার বেলা ১১টার দিকে ওই এলাকার বাসিন্দারা খালপাড়ে দাঁড়িয়ে এ মানববন্ধন পালন করেন।এ সময় বক্তব্য রাখেন লাহারকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোহাববত।
ইউনিয়ন জামাতের আমির আবুশরিফ মোহাম্মদ ইয়াকুব, আব্দুর রহমান জাহাঙ্গীর, মাওলানা জামাল উদ্দিন, এড শরিফ হোসেন শ্যমল, ইউপি সদস্য মাও ওমর ফারুক, আব্দুর রহমান জাহাঙ্গীর, মাওলানা ইলিয়াছ প্রমুখ।
বক্তারা জানান, ওয়াপদা খাল প্রায় ২০০ ফুট দূরে দক্ষিণে ছিল। দীর্ঘ ৪ বছর ধরে খালটি ভেঙে চওড়া হয়ে পড়েছে। ইতিমধ্যে ভাঙনে বাজার মসজিদ মাদরাসা অনেকের একমাত্র ঘরবাড়ি খালের পেটে গেছে। কোনোমতে বালুভর্তি বস্তা ও বাঁশসহ গাছের খুঁটি দিয়ে জঙ্গলা বাঁধ দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে খালের তীব্র স্রোতের কারণে ভাঙনে যেকোনো সময় ঐতিহ্যবাহী চাঁদখালী বাজারসহ পশ্চিম দিকের অনেকের ঘরবাড়ি বিলীন হয়ে যেতে পারে। তাই ভাঙন রোধে দ্রুত সময়ের মধ্যে জিও ব্যাগ ডাম্পিং অথবা ব্লক দিয়ে বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
লাহারকান্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন বলেন, দীর্ঘ ১ মাস ধরে ওয়াপদা খালের তীব্র স্রোতে আমাদের গ্রামের বিভিন্ন এলাকা ভেঙে তলিয়ে যাচ্ছে। এ ভাঙন রোধে দ্রুত সময়ের মধ্যে জিও ব্যাগ ডাম্পিংসহ ব্লক দিয়ে বাঁধ নির্মাণ করা প্রয়োজন। সেটি না হলে বিস্তীর্ণ জনপদ ভেঙে বিলীন হয়ে যেতে পরে। এমনটা হলে এলাকার মানুষজনের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে।
লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ জামান খান বলেন, ওয়াপদা খালে তীব্র স্রোত থাকায় বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে ভাঙন রোধে বিভিন্ন এলাকায় খালে জিওব্যাগ ডাম্পিং করা হয়েছে। চাঁদখালী বাজার সহ এলাকার ভাঙ্গনের রক্ষায় বাঁধ নির্মাণের জন্য আমরা বরাদ্দের জন্য প্রস্তাবনা চেয়েছি, আাসা করি সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন