লক্ষ্মীপুর প্রতিনিধি: দীর্ঘমেয়াদী বন্যার কবলে লক্ষ্মীপুরের ক্ষতিগ্রস্থ ৬ কিলোমিটার সড়ক সংস্কার করেছে যুবদলের নেতাকর্মীরা। এতে হাজার মানুষ চলাচলকারীর ভোগান্তি লাগব হবে বলে জানান স্থানীয়রা।গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) দিনব্যাপী সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া গ্রামের ব্যাপারী বাড়ির দরজা থেকে মোল্লা বাড়ি ও গংগাশিবপুর শেষ মাথা পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়ক ইট-বালি দিয়ে সংস্কার করেন বিএনপি’র অঙ্গ সংগঠন।
জানা যায়, বন্যার পানি নেমে যাওয়ার পর চলাচলের সড়কটির বেশিরভাগ অংশেই ক্ষতিগ্রস্থ হয়। এতে যাতায়াতে চরম ভোগান্তিতে স্থানীয়রা । দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে ও দেশনায়ক তারেক রহমানের পক্ষে এবং বিএনপির যুগ্মমহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নেতৃত্বে বন্যা পরবর্তী রাস্তা মেরামত ও পুর্নবাসন কর্মসূচির অংশ হিসেবে দত্তপাড়ার বড়ালিয়ার এ ৬ কিলোমিটার সড়ক সংস্কার কাজ করে যুবদলের নেতাকর্মীরা। এতে সার্বিক সহযোগিতা করেন জেলা যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আহসান হাবিব।
এতে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আহসান হাবিব, সদর উপজেলা যুবদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন জুয়েল, দত্তপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম রনি, শাহ আলম, মোরশেদ আলম, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাবেদ হোসেন ভূঁইয়া, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নজরুল ইসলাম মিঠু, ছাত্রদল নেতা রিয়াদ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাদিক নেতাকর্মী।
স্থানীয়রা জানান, দীর্ঘ ১মাস বন্যায় পানিবন্দি থাকার পর চারদিকে ক্ষতির চিহ্ন ফুটে উঠেছে। বড়ালিয়া ব্যাপারী বাড়ির দরজা থেকে মোল্লা বাড়ির দরজা পর্যন্ত সড়কটি দিয়ে স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ চলাচল করে। বন্যায় সড়কটি দিয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। যুবদলের উদ্যোগে সড়কটি সংস্কার কাজ করায় স্থানীয়দের মাঝে অনেকটা স্বস্তি ফিরেছে।
জেলা যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক আহসান হাবিব, কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর নেতৃত্বে বন্যাদূর্গত মানুষদের ত্রান, রাস্তা মেরামত ও পুর্নবাস সহায়তা দিয়ে আসছে। ব্যক্তিগত অর্থায়নে আহসান হাবিব দত্তপাড়ার বড়ালিয়া এলাকার ৬ কিলোমিটার সড়ক সংস্কার কাজ করা হচ্ছে। এতে এ এলাকার হাজার হাজার মানুষের চলাচলে ভোগান্তি লাগব হবে। ইতোমধ্যে দলীয় নির্দেশনা অনুযায়ী বন্যার পরবর্তী ক্ষতি এড়াতে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গসংগঠনের নেতাকার্মীরা কাজ করে যাচ্ছে। আগামীতেও জনগণের দুঃখ দূর্দশা লাগব করতে দলীয় নির্দেশা অনুযায়ী আমরা এলাকায় উন্নয়ন মূলক কাজ অব্যাহত থাকবে।
লক্ষ্মীপুরে দওপাড়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ সড়ক সংস্কার করলো যুবদল
Please follow and like us:
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন