ডিসেম্বর ৩, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে জেলা বাসিকে প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদকঃ মুসলমানদের নিকট ঈদুল ফিতর ও ঈদুল আয্হা- এ দু’টি ঈদই আনন্দের দিন। এ দু’ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে। ঈদুল ফিতর ও ঈদুল আয্হা আমাদেরকে শুধু আনন্দই দেয় না, ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ঐক্যের বন্ধন শক্তিশালী করে।পবিত্র ঈদুল আযহার মহান আদর্শ ও শিক্ষা কে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে।ঈদুল আয্হা উপলক্ষ্যে আমি আব্দুল কাদের সভাপতি জেলা প্রাথমিক শিক্ষক সমিতি জেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি তিনি আমাদের সবাইকে সুন্দর পরিবেশে ঈদুল আয্হা উদযাপন করার ও ঈদুল আয্হার শিক্ষা বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন।
ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতির বন্ধন, মহান আল্লাহ তালার দরবারে এ প্রার্থনা।
সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। আপনি ও আপনার পরিজনেরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন, সে কামনা করছি৷সবাইকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি লক্ষীপুর জেলার পক্ষ থেকে ঈদ মোবারক।
আব্দুল কাদের
সভাপতি( ভারপ্রাপ্ত) জেলা প্রাথমিক শিক্ষক সমিতি লক্ষ্মীপুর।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author