নভেম্বর ২১, ২০২৪

লক্ষ্মীপুর নিউজ

দিন বদলের প্রত্যয়ে

লক্ষ্মীপুর টুমচরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলার শিকার গৃহবধূ 

লক্ষ্মীপুর প্রতিনিধি  : লক্ষ্মীপুরে জমিন সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার শিকার হলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটে লক্ষ্মীপুর সদর উপজেলার ২১ নং-টুমচর ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের চুনু মিজি বাড়িতে।স্থানীয় সূত্রে জানাযায়,  ২৪ এপ্রিল (বুধবার) সকালে আবুল হাসেম পিতা – মৃত হাফেজ আহমেদ প্রতিদিনের মত অফিসে চলে যায় । এ সুযোগে জমি সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আবুলের হাসেমের স্ত্রী লিপি আক্তারের ওপর অতর্কিত হামলা চালায় অভিযুক্ত মনির হোসেন,  মনির হোসেনের ছেলে সামির, মনির হোসেনের স্ত্রী শিরিন আক্তার, মনির হোসেনের মেয়ে শান্তা  এবং শামীমের স্ত্রী  শাহিনুর। এসময় লিপি আক্তারের চিৎকারে আশেপাশের মানুষ এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। বিষয়টি নিয়ে মামলার প্রক্রিয়া চলছে বলে জানালেন ভুক্তভোগীর স্বামী আবুল হাসেম। হামলার শিকার লিপি আক্তারের স্বামী আবুল হাসেম জানান, পহেলা বৈশাখে তারা বিভিন্ন দেশিয় অস্ত্র নিয়ে আমাকে হামলা করতে আসলে তাৎক্ষণিক পুলিশে কল করলে পুলিশ আমাকে উদ্ধার করে।

আমার পৈত্রিক সম্পত্তি  ২০১০ সালে (হাসেম গংরা) আমার বোনেরা ভাইদের কাছে বিক্রি করেন। সেই সূত্র ধরে আমরা ( হাসেম গং) জমির মালিক। কিন্তু ২০২৩ সালে শামীম, পিতা – শাহ আলম  একই মালিক থেকে জমিন ক্রয় করেছেন বলে দাবি করেন। তার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন থেকে আমার  সম্পত্তি জবর দখলের চেষ্টা করে তারা । এক পর্যায়ে আজ বুধবার আমি অফিসে চলে যাওয়ার পর মনিরের স্ত্রী সন্তানরা মিলে আমার ঘরের দরজার সামনে এসে আমার স্ত্রীর ওপর হামলা করে, দা দিয়ে কুপিয়ে আমার স্ত্রীকে  জখম করে।  আমি প্রশাসনের কাছে এর বিচার চাই। আবুল হাসেমের স্ত্রী লিপি আক্তার বলেন, ওরা আমাদের জমির ওপর পিলার দিয়েছে আমরা সেই পিলার ওঠাই পেলছি। এরপর তারা সবাই মিলে আমাকে প্রচুর মেরেছে দা দিয়ে কুপিয়েছে আমাকে শারিরীক নির্যাতন চালাইছে এবং আমার গলায় থাকা ৮ আনা ওজনের একটি সোনার চেইন নিয়ে যায় । আমি এর বিচার চাই। স্থানীয়রা বলেন,জায়গা জমি সংক্রান্ত সমস্যা থাকতে পারে কিন্তু এভাবে হামলা করা ঠিক হয়নি। অনেকে বলেন, আবুল হাসেমের পৈত্রিক সম্পত্তি বোনদের কাছ থেকে তারা ক্রয় করেছে। অযথা হয়রানির শিকার আবুল হাসেম। বিষয়টি জানতে স্থানীয় ইউপি সদস্য  অলি উল্যাহ বলেন, তারা সামাজিকভাবে কোন সালিশ মানেনা। বারবার চেষ্টা করার পরও ব্যার্থ হলেন গ্রাম্য সালিশদাররা এবং জনপ্রতিনিধিরা।  এদিকে জমির মালিক দাবি করা অভিযুক্ত শাহিনুরের স্বামী শামিম বলেন, আমার কাছে বায়না চুক্তির কপি আছে । হামলার বিষয়ে বলেন, আমার জমিনের পিলার নিয়ে যাওয়ার কারনে আমার ভাই মনির জিজ্ঞেস করতে গেলে তারা আমার ভাইয়ের ওপর হামলা করে। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুদ্দিন বলেন, অভিযোগ দিলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

Please follow and like us:
error20
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

About Author