নিজস্ব প্রতিবেদকঃ কুশাখালি ইউনিয়নে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত বুধবার সকাল থেকে সদর উপজেলার চন্দ্রগন্জ থানাধিন কুশাখালি ইউনিয়নের পশ্চিম কল্যানপুর গ্রামে প্রায় ৩০০ পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ফজলেনুর তাপসের বিশেষ সহকারি লগি বৈঠা মামলার আসামী, ২১ আগষ্টের গ্রেনেড হামলার আহত মোঃ খোরশেদ আলম ভূঁইয়াার পক্ষ থেকে তিন শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে ছিল নতুন কাপড় ও লুঙ্গি নগদ টাকা।
খোরশেদ আলম বলেন, আমরা ঢাকায় বসবাস করছি কিন্তু আমাদের নিজদের জন্মস্থানে শীত, বন্যা ও নানা সংকটকালীন সময়ে ছুটে আসি সাধারণ মানুষের পাশে দাঁড়াই। ঠিক এরই ধারাবাহিকতায় ঈদে কিছু মানুষের মুখে হাসি ফোটাতে চেষ্টা করেছি।
আয়োজনে আরো উপস্থিত ছিলেন, কুশাখালি ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ খোকন, চন্দ্রগঞ্জ থানা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পারভিন আক্তার,সমাজ সেবক মোঃ রাসেল ভূঁইয়া, হাফেজ মোঃ আকরাম হোসেন সহ এলাকার অনেক গুণিজন ঈদ সামগ্রি বিতরণে উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুরে খোরশেদ আলম ভূঁইয়ার পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
Please follow and like us:
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন