নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু বলেন, এক মাস সিয়াম সাধনা শেষে খুশীর সওগাত নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দ্বারে সমাগত। ঈদুল ফিতর হলো মাসব্যাপী সিয়াম সাধনার সমাপনী অনুষ্ঠান। এ পবিত্র রমযান মাসেই আল্লাহ মানবজাতির হেদায়াতের জন্য পবিত্র কুরআন নাযিল করেছেন। তাই আমি আমার ব্যাক্তিগত পক্ষ থেকে ও উপজেলা পরিষদের পক্ষ থেকে সদর উপজেলা সকল সাধারণ জনগনের প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি,
ঈদ মোবারক।
বার বার নির্বাচিত জনবান্ধব এই নেতা আরও বলেন, ঈদের উৎসবে মুসলিম উম্মাহ শোষণ ও বঞ্চনামুক্ত বিশ্ব গড়ার দৃঢ় প্রত্যয় গ্রহণ করে। ঈদের আনন্দকে ভাগাভাগি করতে দেশের দুঃস্থ, দরিদ্র ও সঙ্গতিহীন মানুষের প্রতি ভ্রাতৃত্ব ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের বিত্তবান মানুষরা ঈদের আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দেবেন বলে আশা করছি। সেইসাথে ঈদের সালাত আদায় ও ঈদ উদযাপনে সকলের সাথে আগামী উপজেলা নির্বাচনে আমাকে সহযোগীতার জন্য সকলকে অনুরোধ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন, আবারো জানাচ্ছি ঈদ মোবারক।
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন