নিজস্ব প্রতিবেদকঃ “বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম চররুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসের কর্মসূচী পালন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচী শুরু হয়। পরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ০৭ মার্চের ভাষণ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সহকারী শিক্ষক জনাব হেলাল উদ্দিন এর সঞ্চালনায় আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আবেদ জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনী ও কর্মকান্ডের উপর আলোচনা করেন। সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়। পরিশেষে জাতির পিতার রুহের মাগফিরাত ও দেশের মানুষের সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
পশ্চিম চররুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির পিতার জন্মদিন পালন

Please follow and like us:
More Stories
প্রধান শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার সংবর্ধনা, ইফতার মাহফিল ও কমিটি পূর্নগঠন
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ