নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিনে লক্ষ্মীপুরে শতাধিক এতিমকে পোশাক ও রান্না করা খাবার দিয়েছেন যুবলীগ নেতা বায়েজীদ ভুঁইয়া
আজ বুধবার সকালে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ক্বারি অছিম উদ্দিন ইবতেদায়ী মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে এ আয়োজন করা হয়।
এর আগে এতিমখানায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত এবং শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জালাল উদ্দিন রুমি পাটওয়ারী, মো. সাইফুল আলম সুজন ক্বারী, মো. সোহাগ পাটওয়ারী, যুবলীগ নেতা দিপু মাহমুদ, রাজু পাটওয়ারী, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল আহম্মেদ রাজুসহ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
More Stories
প্রধান শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার সংবর্ধনা, ইফতার মাহফিল ও কমিটি পূর্নগঠন
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে সদর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ