নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর জেলা’র অন্যতম সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন বি.কে.বি ক্লাব এর উদ্যোগে ২০২৩ সালের এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
লক্ষ্মীপুর সদর উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীকে আজ বৃহস্পতিবার মান্দারী ইউনিয়নের চেয়ারম্যানের নিজস্ব কার্যালয় এই সংবর্ধনা দেওয়া হয়।
১৪নং মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল পাটোয়ারীর সভাপতিত্বে ও বি.কে.বি ক্লাবের সভাপতি মোঃইসমাইল খাঁন সুজন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার আরিফুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, তোতারখিল আয়েশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইব্রাহীম, মার্কেন্টাইল ব্যাংক মান্দারী বাজার শাখার ম্যানেজার মনছুর আহমেদ মজুমদার, মান্দারী বাজার বণিক সমিতির সাবেক কোষাধ্যক্ষ ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাসার (বসু কোম্পানি), চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি আবু তালেব, মান্দারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন,ইউপি সদস্য কাউছার, মান্দারী ফালাহিয়া দাখিল মাদ্রাসার সুপার মাহবুবুর রহমান, মান্দারী ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমান প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, বি.কে.বি ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পলাশ, ক্রীড়া বিষয়ক সম্পাদক আজগর হোসেন, বি.কে.বি ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাসুম, সদস্য মো:রাজু হোসেন ত্র্যানি সহ অন্যান্য সদস্যবৃন্দ।
বি.কে.বি ক্লাবের সভাপতি মোঃইসমাইল খাঁন সুজন জানান, বি.কে.বি ক্লাব ২০১৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই প্রতি বছর এই কর্মসূচি পালন করা হয়।
সংগঠনটি সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর ও গণগ্রন্থাগার অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশনকৃত।
More Stories
গণিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন