নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর সদর উপজেলা উত্তর মান্দারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী ও উওর মান্দারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামসুদ্দিন বাবুল স্যারের বিদায় অনুষ্ঠান বুধবার স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক মোঃ মাসুদ এর সভাপতিত্বে , প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এম এ সাওার ট্রাস্টের চেয়ারম্যান অধ্যক্ষ এম এ সাত্তার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহাদত হোসেন, বিদায়ী অতিথি শামছুদ্দিন বাবুল, মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন, প্রধান শিক্ষক আবদুল কাদের,কাজী মোঃ মোস্তফা। মান্দারী বাজার বনিক সমিতির সভাপতি শামছুদ্দিন সাজু চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৌরভ হোসেন রুবেল পাটোওয়ারী, মান্দারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি অহিদুজ্জামান বেগ বাবলু,উপস্হিত ছিলেন প্রধান শিক্ষক শরিফ আহাম্মদ বক্তব্য রাখেন শিক্ষক নেতা মুজিবুর রহমান উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন ১৪ নং মান্দারী ইউনিয়ন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদ্দুস পাটোওয়ারি।
অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি শামছুদ্দিন বাবুল কে মান্দারী ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান, উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান, অভিভাবক ও স্কুলের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষ থেকে, বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের পক্ষ থেকে ক্রেস্ট ও বিভিন্ন ধরনের উপহার দেন সদ্য অবসরজনিত বিদায়ী শামসুদ্দিন বাবুলকে। অনুষ্ঠানে বিদায়ী অতিথির জন্য উপস্থিত সকল বক্তাগণ বলেন দোয়া করি আপনি সবসময় ভালো থাকুন, আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।
উত্তর মান্দারী সঃ প্রাঃ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
Please follow and like us:
More Stories
লক্ষ্মীপুরে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবিতে মানববন্ধন
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে শিক্ষক পরিবারের উপর হামলায় আহত ৫
স্মার্ট কর্নারের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হবে