নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে যুবলীগের পক্ষ থেকে গৃহহীনদের মাঝে ঘর বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে গৃহহীনদের মাঝে ঘর বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুতে ঢাকা থেকে কেন্দ্রিয় যুবলীগের আয়োজনে সারাদেশে এক যোগে ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রিয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক বায়েজীদ ভূ্ইঁয়ার আয়োজনে শহরের টাউন হল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের এমপি এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার মো: মাহফুজ্জামান আশরাফ, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর থানা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, পৌর শাখা সাধারণ সম্পাদক এ্যাড: জহির উদ্দিন বাবর প্রমুখ। ঢাকা থেকে ঘর হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করার পর সাবেক জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক বায়েজীদ ভূঁইয়ার আর্থিক সহযোগীতায় লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলায় নির্মিত বঙ্গবন্ধু শান্তি কুঞ্জু, বঙ্গমাতা শান্তি কুঞ্জু, শেখ মনি শান্তি কুঞ্জু, শেখ জামাল শান্তি কুঞ্জু, আরজু মণি শান্তি কুঞ্জু, শেখ জামাল শান্তি কুঞ্জু ও শেখ রাসেল শান্তি কুঞ্জু নামক ৭ টি ঘর ভূমিহীন ৭ পরিবারের মাঝে চাবি হস্তান্তর করেন অতিথিবৃন্দ।
এসময় অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
More Stories
লক্ষ্মীপুরে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবিতে মানববন্ধন
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে শিক্ষক পরিবারের উপর হামলায় আহত ৫
স্মার্ট কর্নারের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হবে