লক্ষ্মীপুর প্রতিনিধি: ট্রাফিক আইন মেনে চলুন, নিজের মূল্যবান জীবনকে রক্ষা করুন এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লক্ষ্মীপুরে ট্রাফিক বিভাগ ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শহরে উত্তর তেহমুণী বঙ্গবন্ধু চত্বর থেকে সচেতনতা মূলক লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। পরে চালক ও যাত্রীদের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। একসময় দুই ট্রাফিক সদস্যের গায়ে ‘বডি ওর্ণ ক্যামেরা’ লাগিয়ে দেওয়া হয়।
পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, হ্যান্ড মাইক হাতে নিয়ে চালক,যাত্রী ও জনসাধারণ মানুষকে রাস্তা পারাপারের সময় সতর্কভাবে চলতে সর্তক বার্তা ও সবার হাতেহাতে লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইওয়ান) মো. আজিজুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর (টি আই) প্রবীর দাস, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ্ উদ্দিনসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
More Stories
লক্ষ্মীপুরে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবিতে মানববন্ধন
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে শিক্ষক পরিবারের উপর হামলায় আহত ৫
স্মার্ট কর্নারের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হবে