নিজস্ব প্রতিবেদক ঃলক্ষ্মীপুর সদর উপজেলা ১৩ নং দিঘলী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদেরকে হয়রানি, পোস্টার ছিড়ে ফেলা, মাইকিং এ বাধা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন।
লক্ষ্মীপুর সদর উপজেলার১৩ নং দিঘলী ইউনিয়ন এ ঘোড়া মার্কার প্রর্থী বিভিন্ন রকম অপপ্রচার করে আসছে নৌকার প্রার্থী সালাহ উদ্দিন জাবেদের বিরুদ্ধে।সোমবার সন্ধায় নৌকা প্রর্থীর প্রধান নির্বাচনি অফিসে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। ২৭ জুলাই দিঘলি ইউনিয়ন উপ নির্বাচন।এই নির্বাচনে বিদ্রোহী প্রার্থী আলতাফ হোসেন বিভিন্ন মিথ্যা অভিযোগ এনে সরকারি বিভিন্ন অফিসে একটা অনুলিপি দাখিল করেন।নৌকার প্রার্থী সালাউদ্দিন জাবেদ সংবাদ সম্মেলনে জানান। ইউনিয়ন ও থানা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করে আসছে। নৌকার সুনিশ্চিত বিজয় দেখে বিদ্রোহী প্রার্থী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ভোটের পরিবেশ নষ্ট করছে। বিদ্রোহী প্রার্থী এলাকায় পোস্টার-ব্যানার কিছু না লাগালেও প্রতিদিন মাইকিং প্রচারণা অব্যাহত রয়েছে।তিনি আরো বলেন তার প্রবাশি ভাই জসিম উদ্দিনকে ঘোড়া প্রার্থীর নির্বাচনী কর্মীরা হুমকি দিয়েছে , এই চাড়া সোশ্যাল মিডিয়া নৌকা ও তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। মানুষ যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে আমি প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করছি। এদিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাবুল জানান দিগুলি ইউনিয়ন আওয়ামী লীগের ঘাঁটি এটিকে মজিবনগর হিসেবে পরিচিত। উপ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলতাফ হোসেন খান নির্বাচনী প্রচার প্রচারণার জন্য কোন কর্মী খুঁজে না পেয়ে উনি হতাশায় ভুগছেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ লিটন বলেন নির্বাচন যতই ঘনিয়ে আসছে নৌকার জয়-জয়কার রব ততোই বারি হচ্ছে। সরকার আওয়ামী লীগের নৌকার বিজয় হলে এলাকার উন্নয়ন হবে এইজন্যই সাধারণ মানুষ ২৭ শে জুলাই নৌকাকে বিজয়ী করবে। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী সাধারণ সম্পাদক আবদুল ওহাব কন্টাকটার ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ আলাউদ্দিন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন সাজু সাধারণ সম্পাদক মোঃ আজগর হোসেন এছাড়া উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
More Stories
লক্ষ্মীপুরে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবিতে মানববন্ধন
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে শিক্ষক পরিবারের উপর হামলায় আহত ৫
স্মার্ট কর্নারের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হবে